চট্টলা ডেস্ক: ছোট শিশুকে যেখানে দ্বীন শিখাবেন সেখানে তিনি হয়েগেলেন ধর্ষক। বলাৎকারের চেষ্টা করলেন কোমলমতি কিশোরকে। পরে পুলিশের ভয়ে গিয়ে লুকালেন পানির ট্যাংকে। আফসোস যে সে যদি আল্লাহকে ভয় করত তাহলে এমন ভয়ংকর কাজে পা দিতোনা। শিক্ষক নামের এসব জানোয়ারদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি এখন সময়ের দাবী। লেবাছদারী কুলাংগারদের হাত হতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান হেফাজত থাকুক সভ্য সমাজ তা কামনা করে।
এটাও পড়তে পারেন
কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ
খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...