স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ এতিহ্যবাহী জামিয়া আরাবিয়া উমেদনগর, হবিগঞ্জের দশ সালা দস্তারবন্দী মহা সম্মেলন ২ ও ৩ ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার জামিয়া ময়দানে অনুষ্ঠিত হবে।
জামিয়া থেকে গত দশ বছরে যারা তাকমিল ফিল হাদীস ও হিফযুল কুরআন সম্পন্ন করেছেন তাদেরকে সম্মাননাস্বরূপ দস্তারে ফজিলত-পাগড়ি প্রদান করা হবে। ইতোমধ্যে সকল ফুযালাকে চিঠি দিয়ে তা জানিয়ে দেয়া হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পাগড়ি প্রদান করবেন ভারত জমিয়তে উলামায়ে ইসলামের সদর ও দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস সায়্যিদ মাওলানা আরশাদ মাদানী। এছাড়াও দেশ-বিদেশের শীর্ষ আলেম ও ইসলামি চিন্তাবিদসহ বিশ্বের কয়েকটি দেশের ইসলামিক স্কলার যোগ দেবেন। রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও থাকবেন।
কাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে আগামি শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত রয়েছেন প্রখ্যাত আলেম শায়খুল হাদীস মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী।
ইআম