বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৮:৩৩
Home / আকাবির-আসলাফ / হাফিজ সাঈদ গৃহবন্দি

হাফিজ সাঈদ গৃহবন্দি

আন্তর্জাতিক ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত লস্কর ই তৈয়বার (এলইটি) প্রধান হাফিজ সাঈদকে গৃহবন্দি করা হয়েছে।

সোমবার লাহোরের চৌবুর্জি এলাকার জামিয়া আল কাদসিয়া মসজিদ থেকে প্রথমে তাকে গ্রেপ্তার করা হয়, সেখান থেকে তার নিজ বাড়িতে নিয়ে তাকে বন্দি করে রাখা হবে বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা। খবর ডনের

২০০৮ সালে মুম্বাই হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজনদের একজন তিনি।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সাঈদকে গৃহবন্দি করা হচ্ছে। পাশাপাশি তার চার সহযোগীর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে ভয়াবহ ওই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন। ওই হামলার সঙ্গে সাঈদের সম্পর্ক আছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ভারত। সাঈদকে ধরতে এক কোটি ডলার পুরস্কারও ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র।

তবে মুম্বাই হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন তিনি।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আদালতের ওপর বিশ্বাস ভেঙে গেছে: সায়্যিদ মাহমুদ মাদানী

নাজমুল মনযূর: আদালতের ওপর বিশ্বাস ভেঙেছে ইংরেজ খেদাও আন্দোলনে অংশগ্রহণ করা সেই মুসলমানদের। এমন কথাই ...