শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১০:১১
Home / আকাবির-আসলাফ / মাওলানা সালিমুল্লাহ খান চলেগেলেন মাওলায়ে হাক্বীক্বীর সান্নিধ্যে

মাওলানা সালিমুল্লাহ খান চলেগেলেন মাওলায়ে হাক্বীক্বীর সান্নিধ্যে

কমাশিসা ডেস্ক: পাকিস্তানের বিখ্যাত আলেম, শারেহে বুখারী, বেফাকুল মাদারিসিল কওমিয়া পাকিস্তানের সম্মানিত সভাপতি, মাও. সালিমুল্লাহ খান সাহেব আজ ইন্তেকাল করেছেন। যিনি মাওলানা তাকি উসমানী সাহেবেরও উস্তাদ।
মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতের আ’লামাকাম দান করুন, আমীন। মুসলিম উম্মাহর অপুরণীয় ক্ষতি হলো। জামানার রাহবরের জন্য কমাশিসার পক্ষথেকে অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি।

পাকিস্তান সরকার যার নেতৃত্বের আন্দোলনে
() কওমি শিক্ষা সনদের সর্বোচ্ছ মান এম এ (মাষ্টার্স) দিতে বাধ্য হয় ৷
() যিনি অল পাকিস্থানে একক নেসাব ও নেজাম চালু করেন
() যার দরস থেকে কিতাব রচনা হয় ৷
() যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ “কাশফুল বারীর লিখক ৷
() যিনি জীবনবাজি রেখে উলামায়ের ঐক্যের নায়ক ৷

তিনি ” সালিমউল্লাহ খান ” রহঃ ৷

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কমাশিসার ২১ দফা

কমাশিসা ডেস্ক: ১. একক কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাস্তবায়ন করুন। ২. আধুনিক শিক্ষার সাথে সমন্বয় সাধন ...