মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৩০
Home / ইউরোপ / মস্কোতে ইউরোপের সর্ববৃহৎ মসজিদের উদ্বোধন

মস্কোতে ইউরোপের সর্ববৃহৎ মসজিদের উদ্বোধন

কমাশিসা ডেস্ক: ২০ হাজার বর্গ মিটার বিস্তৃত মসজিদে একসাথে ১০ হাজার মুসল্লি সালাত আদায় করতে পারবেন।

12074488_427606314096212_1727105966921195991_nছবিতে রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে ইউরোপের সর্ববৃহৎ মসজিদের উদ্বোধনে অংশগ্রহণ করেছেন।

উদ্বোধনি অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট রজব আত্ তায়্যেব এরোদগান এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাজধানী শহরে প্রতিষ্ঠিত এ মসজিদের আয়তন ২০ হাজার বর্গ মিটার। ওখানে একসাথে ১০ হাজার মুসল্লির সালাত আদায় সম্ভব।
মসজিদটি নির্মাণে ১৭ কোটি ডলার ব্যায় হয়েছে এবং নির্মাণকাজ পূর্ণতায় পৌঁছাতে ১০ বৎসর সময় লেগেছে।
উল্লেখ্য যে, মসজিদটি প্রাচীন একটি মসজিদের জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে। যেটি ইতোপূর্বে শহীদ করা হয়েছিল। এবং এ নিয়ে মুসলিম কমিউনিটি ও রুশ সরকারের মধ্যে দীর্ঘ তিক্ততা চলে আসছিল।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রেসিডেন্ট পুতিন তার বক্তব্যে জিহাদী গ্রুপগুলোর সমালোচনা করে বলেছেনঃ তারা নিজেদের অন্যায় উদ্দেশ্য চরিতার্থ করতে ধর্মীয় আবেগকে ব্যবহার করছে।
তিনি বলেন মধ্য প্রাচ্যে যা হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি। ওখানে দাইশরা চরমপন্থা অবলম্বন করে দুনিয়ার বুকে শান্তির ধর্ম ইসলামের উপর কালিমা লেপন করে চলছে।
উল্লেখ্য যে, রাশিয়া সরকারের মতে উত্তর ককেসিয়ার প্রায় ২০ হাজার যুদ্ধা দাইশের হয়ে ইরাক এবং সিরিয়ায় যুদ্ধ করছে। যারা মাঝে মধ্যে রাশিয়ার বিভিন্ন স্বার্থ কেন্দ্রেও আঘাত হানছে।

সুত্র: অনলইন পত্রিকা

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...