বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৭:৩২
Home / কওমি অঙ্গন / সিলেটে কওমী পড়ুয়াদের আইটি সেমিনার ২৭ ডিসেম্বর

সিলেটে কওমী পড়ুয়াদের আইটি সেমিনার ২৭ ডিসেম্বর

আগামী ২৭ ডিসেম্বর মঙ্গলবার সিলেট নগরীর দরগা গেইটে অবস্থিত শহীদ সোলেমান হলে কওমী পড়ুয়াদের জন্য ‘ডিজিটাল সন্ধ্যা’ শিরোনামে এক আইটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, এম.আ.এফ আইটি ও কওমী স্টুডেন্ট ফোরাম-এমসি কলেজ সিলেট যৌথভাবে এর আয়োজন করছে। অনুষ্ঠনটি উপভোগ করতে প্রবেশ কার্ড সংগ্রহ করতে হবে। এজন্য ফেসবুক ইভেন্টেও রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। আয়োজকদের অন্যতম হাফিজ মাসুম আহমদ  জানান, ‘ডিজিটাল সন্ধ্যা’ শিরোনামের এই আয়োজন সিলেটের কওমী অঙ্গনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।’  তিনি সকলকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতায় এগিয়ে আসারও আহবান জানান।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...