গত ১০ ডিসেম্বর (শনিবার) লন্ডন মুজাহিরুল উলুম মাদ্রাসা হলে “কওমি সনদের স্বীকৃতি তরুণ আলেমদের ভাবনা শীর্ষক” সেমিনার অনুষ্ঠিত হয়।
মাওলানা ইমদাদুর রাহমান মাদানীর সভাপতিত্বে ও মাওলানা নাজির আহমদের পরিচালনায় রাত ৮ টা কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সেমিনার ।
সেমিনারে বক্তারা আলেম ওলামাদের ঐক্য ও কওমি মাদরাসা শিক্ষার আদর্শের উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা মাহবুবুর রাহমান তালুকদার।
সেমিনারে আলোচনায় অংশ নেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা হাসান নুরী চৌধুরী, মুফতী আব্দুল মুনতাকীম, মুফতী শরাফত আলী, হাফিজ আব্দুল কাদির, হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা তায়ীদুল ইসলাম, মাওলানা শরিফ আহমাদ, মাওলানা আনিসুর রাহমান, মাওলানা মোতাসিম বিল্লাহ, মাওলানা নুফাইছ আহমদ,মাওলানা সৈয়দ রিয়াজ আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মাহফুজ আহমদ সহ আর অনেক। বিজ্ঞপ্তি