শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:৩১
Home / সংবাদ / রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে কাওমী স্টুডেন্ট ফোরামের মানববন্ধন: বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহবান

রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে কাওমী স্টুডেন্ট ফোরামের মানববন্ধন: বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহবান

নিজস্ব প্রতিবেদক : মায়ানমারে রোহিঙ্গা হত্যাযজ্ঞের প্রতিবাদে সিলেট এমসি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কাওমী পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন কাওমী স্টুডেন্ট ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি সদরুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি হুসাইন আহমদ এবং সহ সেক্রেটারি আলতাফ হুসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনের শুরুতে তিলাওয়াত করেন ফোরামের সদস্য কাওসার আহমদ।
রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বিপ্লবী সঙ্গীত পরিবেশন করেন জাগরণ শিল্পী আব্দুল করীম দিলদার।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ফোরামের উপদেষ্টা আব্দুল হামীদ খান, শিহাব আহমদ, সহ সভাপতি রবিউল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র হাফিজ ফরহাদ আহমদ, সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার ছাত্র লুকমান হাকিম, বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান নগরী, ফোরামের নির্বাহী সদস্য মুক্তাদির আলম মুখতার, সাংবাদিক ইমরান হুসাইন চৌধুরী।

বক্তারা মায়ানমারে রোহিঙ্গা গণহত্যায় উদ্বেগ প্রকাশ করে বলেন- শতাব্দির পর শতাব্দি ধরে রোহিঙ্গারা নির্যাতিত হলেও তাঁদের দেখার কেউ নেই। বিশ্বায়নের এ যুগে একটা পিপড়া মরলে হৈচৈ শুরু হয়ে যায়, কিন্তু মায়ানমারে পিপড়ার মতো মানুষ মরলেও কথিত মানবতাবাদিদের কোনো প্রতিবাদ পরিলক্ষিত হচ্ছে না। বক্তারা আং সান সুচিকে সন্ত্রাসের মদদদাতা উল্লেখ করে অবিলম্বে তাঁর নোবেল পদক প্রত্যাহারের দাবী জানান।

বাংলাদেশ সীমান্তে আটকে পড়া রোহিঙ্গাদের বিপন্ন উল্লেখ করে নেতৃবৃন্দ শর্ত সাপেক্ষে বাংলাদেশের সীমান্ত খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ফোরামের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ বাবর, প্রচার সম্পাদক হাবিবুর রাহমান, সহ প্রচার সম্পাদক আব্দুল আউয়াল হাসান, সহ অর্থ সম্পাদক আবু সাইদ, সাহিত্য সম্পাদক তারেক হাসান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এম নিজাম উদ্দীন, নির্বাহী সদস্য ইমরান আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ মাওলানা হাসান আহমদ, মাওলানা লুতফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাশেদ আব্দুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মাসাদ মাহমুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র হুসাইন মুহাম্মদ আরমান, সাইদুল ইসলাম, বায়েজিদ আহমদ মারুফ, জাফর আহমদ প্রমুখ।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনির বিএনপিতে যোগদান

কমাশিসা ডেস্ক: বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মওলা রনি। সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন ...