কমাশিসা অনলাইন : ফেসবুক টুইটারের রমরমার যুগে অনলাইন ‘ইমেজ’ ধরে রাখাটাও জরুরি হয়ে পড়েছে অনেকের কাজেই। কিন্তু মনে রাখতে হবে, ফেসবুক চ্যাট কিংবা নিজে ওয়ালে উল্টোপাল্টা কিছু লিখে ফেললে তার মাশুলও গুণতে হবে নিজেকেই। কী করবেন, কী করবেন না সোশ্যাল মিডিয়ায়, রইল তার কিছু টিপস।
❏ নিজের সম্পর্কে খুব বেশি তথ্য দেবেন না। কী করেন, কোন শহরে থাকেন এই ধরনের প্রাথমিক তথ্য ফেসবুক বা টুইটারে দিতেই পারেন। তবে কোন বিভাগে কোন পদে কাজ করেন, অফিসের ঠিকানা কী অথবা বাড়ির নিখুঁত ঠিকানা— এসব দেয়ার দরকার নেই মোটেও।
❏ যতই কৌতূহল হোক, কখনো কারো ওপরে নজর রাখার চেষ্টা করবেন না। কারণ এই স্বভাব বিপদ ডেকে আনবেই।
❏ অনলাইনে ঝগড়া করে কোনো দিন কারো দৃষ্টিভঙ্গি বদলানো যায় না। বরং আপনাদের ঝগড়া হয়ে উঠতে পারে অন্যের হাসির খোরাক হয়ে উঠবে। তাই কোনো পরিস্থিতিতেই অনলাইন ঝামেলায় জড়াবেন না। যার সঙ্গে আপনার বিবাদ, তিনি যদি আপনার নিকট কেউ হন, তাহলে পরে সামনাসামনি বা টেলিফোনে মীমাংসা করে নিন।
❏ নিজের সম্পর্কে মিথ্যা বলবেন না কোনো পরিস্থিতিতেই। অনেকেই নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য একটু আধটু বাড়িয়ে বলেন। এই অভ্যাস একবার ধরা পড়ে গেলে কিন্তু মানসম্মান তছনছ হয়ে যাবে।
এটাও পড়তে পারেন
মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!
কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...