বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:২৬
Home / সংবাদ / মসজিদের ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

মসজিদের ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

কমাশিসা : ঢাকার মোহাম্মদপুরের আল্লাহ করিম জামে মসজিদের বিগত কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মসজিদের দোকান বরাদ্দ ও ভাড়ার ২০ কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে।

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, মসজিদের ওয়াকফ এস্টেটের পক্ষে জহির হোসেন গত ১৫ নভেম্বর এ মামলা দায়ের করেন। তার অভিযোগ, ২০০৫-২০১৬ মেয়াদে মসজিদ কমিটিতে থাকার সময় আব্দুল কাদের ওই টাকা আত্মসাত করেছেন।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের কাছে ওয়াকফ এস্টেটের ওই মসজিদের নিচতলায় ১০৪টি দোকান রয়েছে। এছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার কিছু অংশ বাণিজ্যিক কয়েকটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে।

এসব দোকান ও প্রতিষ্ঠান বরাদ্দ দেওয়ার নাম করে আব্দুল কাদের পৌনে ২ কোটি টাকা এবং দোকান থেকে আসা ভাড়াসহ প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

জহির বলছেন, কাদেরের স্বাক্ষরে দোকান বরাদ্দ ও ভাড়া আদায় হলেও তা মসজিদ তহবিলে জমা পড়েনি। স্বাক্ষরসহ ওই লেনদেনের প্রমাণ পুলিশের কাছে দেওয়া হয়েছে।তিনি বলেন, কাদের ওয়াকফ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নিয়ম বহির্ভুতভাবে প্রতিটি দোকানকে ৯৯ বছরের জন্য লিজ দেন বলেও মোহাম্মদপুর থানায় করা মামলায় বলা হয়েছছে ।জহির আরও জানান, মেয়াদোত্তীর্ণ ওই মসজিদ কমিটি বাতিল করে ওয়াকফ কর্তৃপক্ষ তাকেসহ কয়েকজনকে দায়িত্ব দিয়েছে। আর ওয়াকফ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি এ মামলা করেছেন।

এদিকে মামলার আসামি আব্দুল কাদের সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন বলে বাদীপক্ষের আইনজীবী আন্না খানম কলি জানিয়েছেন।

ওসি জামাল বলেন, এরইমধ্যে কয়েকবার তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এফবিআই

কমাশিসা ডেস্ক:: ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে ...