মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১০:৪৩
Home / প্রতিদিন / তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ

তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ

কমাশিসা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দায়েরকৃত পাঁচ মামলায় স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে এসব মামলার উপর জারিকৃত হাইকোর্টের রুল খারিজ করে দেয়া হয়েছে। ফলে এসব মামলার বিচারকাজ চলতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। তারেক রহমানের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগীব রউফ। রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস শুনানি করেন।

২০০৭ সালে চাঁদাবাজি ও আয়কর ফাঁকির অভিযোগে গুলশান থানায় তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। পরে তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই সময় মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুলও জারি করে। সম্প্রতি এসব মামলার রুল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...