বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১০:৩২
Home / প্রতিদিন / নিরপেক্ষতার মুখোশ

নিরপেক্ষতার মুখোশ

Koamahisha 893621_518765011500714_591363245_o

মাসুম আহমদ

আপনি যখন কোনো একটি দল বা গোষ্ঠীর সাথে সরাসরি সম্পৃক্ত হবেন, তখন কোনোভাবেই অন্যের কাছে নিরপেক্ষ থাকতে পারবেন না।
সুতরাং নির্দিষ্ট গোষ্ঠীর লেভেল লাগানো অবস্থায় যখন আপনি জ্ঞান বিতরণ করবেন, তখন কোনোভাবেই সবার উপর আপনার জ্ঞানের প্রভাব বিস্তারের আশা করা উচিত হবে না।
আমাদের সামাজিক চিত্র সাক্ষ্য দেয়, নির্দিষ্ট দল বা গোষ্ঠীর সমর্থক সাধারণত নিরপেক্ষ থাকতে পারেন না। সুতরাং সবচেয়ে ভালো হয়, আপনি নির্দিষ্ট গোষ্ঠীর সমর্থক থাকাবস্থায় নিরপেক্ষতার মুখোশ পরে জ্ঞান বিতরণ পরিত্যাগ করা।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...