বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১০:৩২
Home / প্রতিদিন / নাট্যকারের ব্যর্থ নাটক

নাট্যকারের ব্যর্থ নাটক

সাইমুম সাদী :  নাটক জমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু জমছেনা। লোক হাসানোর চেষ্টাও কিন্তু কম করা হয়নি। কিন্তু হাসতে হাসতে আমরা সবাই ক্লান্ত। হাসতে পারছিনা। বলছিলাম শাহবাগের গণজাগরণ মঞ্চের নাচির উদ্দিন ইউসুফ চাচ্চুর কথা। তিনি বলেছেন, হেফাজতের লোকজন মুসলমানই না। তিনি আশা করেছিলেন এই কথার প্রতিবাদে ইসলামী দলগুলো বায়তুল মোকাররমে…

User Rating: 0.5 ( 1 votes)

Komashisha _ 10592901_10204869776808495_912077808045043193_n

সাইমুম সাদী : 

নাটক জমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু জমছেনা। লোক হাসানোর চেষ্টাও কিন্তু কম করা হয়নি। কিন্তু হাসতে হাসতে আমরা সবাই ক্লান্ত। হাসতে পারছিনা।

বলছিলাম শাহবাগের গণজাগরণ মঞ্চের নাচির উদ্দিন ইউসুফ চাচ্চুর কথা। তিনি বলেছেন, হেফাজতের লোকজন মুসলমানই না।

তিনি আশা করেছিলেন এই কথার প্রতিবাদে ইসলামী দলগুলো বায়তুল মোকাররমে মিছিল করবে। কুশ পুত্তলিকা জ্বালাবে। তিনি এই সুযোগে ইউরোপ আমেরিকা থেকে ফান্ড সংগ্রহ করবেন।

কিন্তু বিধি বামপন্থা অবলম্বন করেছেন। নাচির উদ্দীন চাচ্চুর কথায় কেউ সামান্য উদ্বেগও প্রকাশ করেনি। মিছিল তো দুরের কথা। আমরা যদি এদের কথায় উত্তেজিত হয়ে যাই, মিছিল করি, বিবৃতি দেই তাহলেই এদের পোয়াবারো। এবং এটাই তারা চায়। তাই কেউ কিছু বললেই উত্তেজিত হওয়া ঠিকনা।

ছাল বাকল পড়া এইসব বাতিল মাল গুলোর জন্য আপাতত করুণা করা ছাড়া কিইবা করার আছে।

বিস্তারিত এখানে

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...