বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:৩৬
Home / শিক্ষাঙ্গন / দারুল আজহার ক্যাডেট মাদরাসা শ্রীমঙ্গল ক্যাম্পাস উদ্বোধন

দারুল আজহার ক্যাডেট মাদরাসা শ্রীমঙ্গল ক্যাম্পাস উদ্বোধন

img_20161124_165400এহসান বিন মুজাহির :: বিপুল উৎসাহ-উদ্দিপনা ও বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মুসলিমবাগ আবাসিক এলাকায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর’১৬) বিকাল ৩টায়, দারুল আজহার ক্যাডেট মাদরাসা শ্রীমঙ্গল ক্যাম্পাস নামে একটি যুগপোযুগি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে। প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন শ্রীমঙ্গল পৌরসভার সম্মানিত মেয়র মোঃ মহসিন মিয়া।

দারুল আজহার ক্যাডেট মাদরাসা শ্রীমঙ্গল ক্যাম্পাসের উপদেষ্টা মাওলানা আয়েত আলীর সভাপতিত্বে ও সাংবাদিক লেখক এহসান বিন মুজাহিরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন দারুল আজহার শ্রীমঙ্গল ক্যাম্পাসের প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সম্মানিত মেয়র মোঃ মহসিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল উপজেলা সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটো, দারুল আজহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সচিব অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমেদ সিদ্দিকী, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, দারুল আজহার ক্যাডেট মাদরাসা দক্ষিণখান ক্যাম্পসের প্রিন্সিপাল অধ্যাপক সাহাব উদ্দিন খন্দকার, শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল আহাদ, সাতগাও সামাদিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ্য মুফতি শেখ জাকারিয়া প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন শাহ মোস্তফা জেআই উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ আবু তাহের গাজী, জামেয়া ইসলামিয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকুর, জামেয়া হাসানিয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, আশিদ্রোন জামিউল উলুম মাদরাসার প্রিন্সিপাল ও বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক,  মো: ইলিয়াস, সহশিক্ষা অফিসার (অব:) শ্রীমঙ্গল উপজেলা, আলহাজ খলিলুর রহমান শেরওয়ান, মাওলানা এমএ রহিম নোমানী, মুফতি মনির উদ্দিন, শ্রীমঙ্গল সরকারি হাসপাল মসজেিদর ইমাম মাওলানা আছগর হোসাইন, মাওলানা সৈয়দ সাইফুর রহমান, মাৗরানা ইকবাল হোসাইন কয়সর, মাওলানা মাহবুবুল আলম বাশার প্রমুখ।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

জাগতিক ও ইসলামী শিক্ষা

#জাগতিক_ও_ইসলামী_শিক্ষা মানুষের খুদি বা রূহকে উন্নতিসাধনের প্রচেষ্টার নামই হলো শিক্ষা, কথাটি আল্লামা ইকবালের। রবীন্দ্রনাথের মতে, ...