রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১:০৭
Home / ইতিহাস ঐতিহ্য / অজানা দেওবন্দ ৪-৫

অজানা দেওবন্দ ৪-৫

darul-uloom-dewbondমুহাম্মদ নাজমুল ইসলাম, দারুল উলুম দেওবন্দ থেকে :

৪. দারুল উলূম দেওবন্দ কিসের নাম?

বিশ্বের একমাত্র নিখুঁত এরাবিক ইসলামি বিশ্ববিদ্যালয়, ইলমে হাদীস ও ইলমে তাফসীরের মাকবুল এবং অন্যন্য দরসগাহ, আউলিয়ায়ে কেরাম এবং মাশায়িখে হিন্দের একমাত্র রুহানি দীক্ষাগার। হিন্দের স্বাধীনতা সংগ্রামের অগ্র সৈনিকদের একমাত্র অবস্থান ক্ষেন্দ্রোই হলো ‘দারুল উলূম দেওবন্দ’। যে বিদ্যাপীঠকে ‘আযহারে হিন্দ’ বলে আখ্যা দেয়া হয়। এবং সঙ্গে সঙ্গে বলা হয় উলামা ও ফুযালাদের ‘ইখলাস কা তাজমাহাল’ একনিষ্ঠতার।
এখানেই শেষ না…
তা এমন একটি বৃক্ষ, যেটাকে আল্লাহপ্রেমিকরা তারই ইশারা ও ইলহামে এর মাধ্যমেই তার উপর পূর্ণ ভরসা রেখেই একনিষ্ঠতা ও লিল্লাহিয়্যাতকে পূঁজি করে রূপণ করেছেন। যার শাখা-প্রশাখা আজ সাতসমুদ্র পাড়ি দিয়ে বিশ্বের রন্দ্রে রন্দ্রে ছড়িয়া পড়ছে। এবং পুরো জাতিকে বিলিয়ে দিচ্ছে তার সুবাস। আলোকিত করছে তার আলোয়।
তা এমন একটি চিন্তাচেতনার জ্ঞানসমুদ্র, যা নবুয়াতের বক্ষ থেকে প্রবাহ হয়ে সাহাবাদের বক্ষ বেয়ে হিন্দুস্তান এসে আল্লামা শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী’র বক্ষ গেসে আল্লামা কাসীম নানুতবী রাহ., আল্লামা রশীদ আহমদ গাঙ্গুহী রাহ.আল্লামা ইয়াকূব নানুতবী রাহ.’র মাধ্যমে দেওবন্দের পুস্পবাগানে এসে স্তম্ভিত হয়। যার নদীমালা হিন্দের সীমা অতিক্রম করে আজ বিশ্বের মানচিত্রে বিস্তৃত হয়ে আছে। আর সমগ্র বিশ্বের ইলমপিপাসুরা তার অথবা তার থেকে সৃষ্ট পেয়াল থেকে তাদের ইলমের পিপাসা নিবারণ করছে। যা আজও বিরাজমান।

(সুত্র:ইখলাস কা তাজমাহাল পৃষ্ঠা,২২)

৫. মাক্ববারায়ে কাসিমীতে কারা শায়িত?
(অবস্থান:দারুল উলূমের পাশেই)

♦ রাঈসূল আতক্বিয়া,সিরাজুল,আউলিয়া আফিরফ বিল্লাহ, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ -দিন, বানিয়ে দারুল উলূম দেওবন্দ, আলহাজ্ব সায়্যিদ মাওলানা আবিদ হুসাইন রাহ.। (হজরতের কবর মসজিদে আবিদের নিকট)
♦ ইমামুল আকবার মাওলানা কাসিম নানুতবী সাহেব রাহ.।
♦ আরিফ বিল্লাহ হাকীমুল ইসলাম মাওলানা ক্বারী তায়িয়্যব সাহেব রাহ.।
♦ শায়খুল হিন্দ মাওলানা মাহমূদ হুসাইন রাহ.।
♦ শায়খুল ইসলাম হজরত সায়্যিদ হুসাইন আহমাদ মাদানী রাহ.।
♦ ফেদায়ে মিল্লাত আমিরুল হিন্দ সায়্যিদ আস’আদ মাদানী রাহ.।
♦ আমিনুল উলূম জামি’ঊল মা’ক্বুল ওয়াল মানকূল মাওলানা ইবরাহীম বলয়াবী সাহেব রাহ.।
♦ উসতাজুল উলামা শায়খুল আদবি ওয়াল ফিকহ শায়খুল হাদীস মাওলানা ইজাজ আলী সাহেব রাহ.।

♦ রঈসুল মুহাদ্দিসিন ওয়াল মুতাকাল্লিমিন মাওলানা খুরশিদ আহমদ সাহেব রাহ.। (হজরতের কবর কিছু দূর ওয়াক্বফে দেওবন্দের পাশেই)
♦ আমিরুল হিন্দ মাওলানা মারগুবূর রাহমান সাহেব রাহ.।
♦ রঈসুল ফাক্বাহা ওয়াল মুতাকাল্লিমীন ওয়া খাতামুল ফুক্বাহা ওয়াল মুহাদ্দিসীন,আল্লামা আনওয়ার শাহ কাশমিরী রহ.।
♦ উসতাদুল হাদীস ওয়া আদাবুল আরবী।
♦ মাওলানা ওহিদুয যামান কিরানভী রাহ.।
♦ মুহিব্বে জামান মাওলানা নাসির আহমদ খান রাহ.।

লেখক : শিক্ষার্খী, দারুল উলুম দেওবন্দ

আরও পড়ুন : অজানা দেওবন্দ ১-৩

 

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...