মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:০১
Home / প্রতিদিন / বেফাক মহাসচিবের স্বাস্থ্যের অবনতি
বেফাক মহাসচিব আল্লামা আবদুল জব্বার জাহানাবাদী

বেফাক মহাসচিবের স্বাস্থ্যের অবনতি

বেফাক মহাসচিব আল্লামা আবদুল জব্বার জাহানাবাদী

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর  মহাসচিব আল্লামা আবদুল জব্বার জাহানাবাদীর সাস্থ্যের অবনতি ঘটেছে। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, হার্ড, লাঞ্চ ও কিডনি রোগে ভোগ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২নভেম্বর বুধবার তাকে খিলগাাঁও খিদমা জেনারেল হাসপাতালে ভর্তি  করা হয়।

ছয় দিন খিদমা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও শারীরিক অবস্থার উন্নতি না দেখা গেলে গত মঙ্গরবার (৮নভেম্বর) হলিফেমিলিতে তাকে স্থনান্তরিত করা হয়।সেখানে তিনি অধ্যাপক আবু হেনা মোস্তফা কামালের তত্ত্ববধানে রয়েছেন। তার সুস্থতার জন্য বিদেশে নিয়ে  হলেও উন্নত চিকিৎসা করা প্রয়োজন বলে মনে করেন অনেক বিশিষ্টরা।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...