আবদুল্লাহ শাকির ● খুব শিগগিরই কওমি মাদরাসা শিক্ষাসনদের স্বীকৃতি মন্ত্রিসভায় উঠছে বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, স্বীকৃতির কাজ চূড়ান্ত পর্যায়ে, ইনশাআল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যেই অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠবে।
শনিবার বিকালে রামপুরা বাইতুল মারুফ জামে মসজিদে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত পরামর্শসভায় তিনি এসব কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন, মুফতি আবুল কাসেম, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আবদুর রহীম কাসেমী, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা শুয়াইব আহমেদ, মাওলানা জামিল আহমদ ইউসুফ প্রমুখ।
মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, স্বীকৃতি যাতে দ্রুত হয়ে যায় এ জন্য এ দেশের লাখো কওমি তরুণ অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।