বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:০৪
Home / প্রতিদিন / খানায়ে কা’বার সামনে সেলফি

খানায়ে কা’বার সামনে সেলফি

hajj_selfie Komashisha

জিয়া রাহমান

খানায়ে কা’বার সামনে সেলফি তোলা স্পষ্টত আল্লাহ তা’আলার সঙ্গে মশকরা করার শামিল৷ কা’বার সামনে দাঁড়ালে যেখানে অন্তর বিগলিত হয়ে যাবার কথা, জালালতে কিবরিয়ার ভয়ে পুরো দেহ যেখানে কম্পমান হয়ে যাওয়ার কথা, নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়ার কথা, সেখানে বুক টান করে নির্ভয়ে সেলফি তোলার মতো ধৃষ্টতা প্রদর্শন সত্যিকারের হতভাগা ছাড়া কারও পক্ষে সম্ভব নয়৷
যে অপদার্থগুলো কা’বাকে সামনে রেখে বা কা’বার সামনে দাঁড়িয়ে এমন বেআদবীমূলক কুকর্মে লিপ্ত হয়, নিজেদের ইবাদতের বিজ্ঞাপন সর্বত্র ছড়িয়ে দেয়, আল্লাহ তাদের সহীহ বুঝ দান করুন, হেদায়াত করুন৷ হেদায়াত কপালে না থাকলে আজীবনের জন্যে কা’বা ও তার আশপাশ থেকে বিতারিত করে দিন৷ বিশ্ব মুসলিমের ঈমানী আবেগের কেন্দ্রবিন্দুকে কলুষিত করবার অধিকার কাউকে দেয়া হয় নি৷ আল্লাহ এদের পাকড়াও করবেনই৷

জিয়া রাহমান খানায়ে কা'বার সামনে সেলফি তোলা স্পষ্টত আল্লাহ তা'আলার সঙ্গে মশকরা করার শামিল৷ কা'বার সামনে দাঁড়ালে যেখানে অন্তর বিগলিত হয়ে যাবার কথা, জালালতে কিবরিয়ার ভয়ে পুরো দেহ যেখানে কম্পমান হয়ে যাওয়ার কথা, নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়ার কথা, সেখানে বুক টান করে নির্ভয়ে সেলফি তোলার মতো ধৃষ্টতা প্রদর্শন সত্যিকারের…

User Rating: Be the first one !

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...