মুসলিম উম্মাহর অন্যতম দ্বিতীয় বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা ।
তুরাগ নদের তীরে আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যমে ৬ ডিসেম্বর দুপুরে এ বছরের পাঁচ দিনের জোড় ইজতেমার সমাপ্তি ঘটবে।
এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ।
পাঁচ দিনের এই জোড় ইজতেমায় বিগত দিনে শুধু তিন চিল্লাওয়ালা পুরোনো সাথিরা অংশগ্রহণ করার অনুমতি পান।
টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ২০১৭ সালের ১৩ জানুয়ারি থেকে তুরাগতীরে প্রতিবছরের মতো শুরু হবে। প্রথম পর্ব শেষ হওয়ার পর টানা চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি থেকে আবার দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে।