বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:০৫
Home / অনুসন্ধান / জোড় ইজতেমা ২ ডিসেম্বর থেকে শুরু

জোড় ইজতেমা ২ ডিসেম্বর থেকে শুরু

iztemaমুসলিম উম্মাহর অন্যতম দ্বিতীয় বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা ।

তুরাগ নদের তীরে আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যমে ৬ ডিসেম্বর দুপুরে এ বছরের পাঁচ দিনের জোড় ইজতেমার সমাপ্তি ঘটবে।

এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ।

পাঁচ দিনের এই জোড় ইজতেমায় বিগত দিনে শুধু তিন চিল্লাওয়ালা পুরোনো সাথিরা অংশগ্রহণ করার অনুমতি পান।

টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ২০১৭ সালের ১৩ জানুয়ারি থেকে তুরাগতীরে প্রতিবছরের মতো শুরু হবে। প্রথম পর্ব শেষ হওয়ার পর টানা চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি থেকে আবার দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আল্লামা আহমদ শফীকে কি আসলেই তিলে তিলে হত্যা করা হয়ছে?

আল্লামা শফী সাহেবের মৃত্যু নিয়ে ওনার খাদেম  শফীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নেওয়া হয়েছে ২১ সেপ্টেম্বর ২০২০। ...