শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:১৫
Home / কওমি অঙ্গন / সোমবার কওমি মাদরাসার সকল বোর্ডের সম্মেলন

সোমবার কওমি মাদরাসার সকল বোর্ডের সম্মেলন

befaq-in-kishorgang-500x265আগামী ৩১ অক্টোবর সোমবার কওমি মাদরাসার সকল বোর্ডের সমন্বয়ে স্বীকৃতি বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গতকাল বুধবার (২৬ অক্টোবর) বেফাকের প্রতিনিধি দল মাওলানা আনোয়ার শাহ’র সঙ্গে সৌজন্যে সাক্ষাত করতে গিয়ে আলোচনার প্রাক্কালে এ কথা বলেন।

বেফাক নেতৃবৃন্দরা সম্মেলনে মাওলানা আনোয়ার শাহকেও আগামী সোমবারের বৈঠকে নীতি নির্ধারকের ভূমিকায় উপস্থিত থাকার জন্য সনির্বন্ধ অনুরোধ জানান

বেফাক প্রতিনিধি দলের অন্যতম সদস্য মুফতি ওয়াক্কাস বলেন, আমরা আগামী বৈঠকে নিজেদের ভেতরকার সকল ভুল ধারণা-উপধারণা, মতানৈক্য, সবকিছুর অবসান করে এ বিষয়ের ভালো ও মন্দ সবদিক বিবেচনা করে সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করবো।

সে বৈঠকে কওমি মাদরাসার সবগুলো বোর্ড উপস্থিত থাকবে বলে জানান তিনি।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কমাশিসার ২১ দফা

কমাশিসা ডেস্ক: ১. একক কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাস্তবায়ন করুন। ২. আধুনিক শিক্ষার সাথে সমন্বয় সাধন ...