জগতে বাস করলে জাগতিক শিক্ষা লাগবে। আমাদের সমন্বিত জ্ঞান আহরণ খুবই জরুরি-
মানুষকে হত্যা করে বেহেস্তে যাওয়া যাবেনা, মানুষকে রক্ষা করলেই বেহেস্ত পাওয়া যাবে-
বলছিলেন বাংলাদেশের বর্তমান প্রথম সারির নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমীর, জামেয়া মাদানিয়া ইসলামিয়ার মহামান্য ফাউন্ডার প্রিন্সিপ্যাল, বহু গ্রন্থ প্রণেতা, আপোষহীন সিপাহ সালার, নাস্তিক মুর্তাদ বিরুধী আন্দোলনের মহান রাহবার, হজরত মাওলানা মুহাম্মাদ হাবীবুর রাহমান। কমাশিসা মিডিয়ার সাথে একান্ত আলাপ চারিতায় বিভিন্ন বিষয় ফুটে উঠে। কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি সংস্কার স্বকীয়তা নিয়ে প্রথম পর্বের ইন্টারভিও এখন আপনাদের সামনে পেশ করা হলো।
ভিডিও: