স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের সরকারি স্বীকৃতি দ্রুত বাস্তবায়ন এবং কওমি কর্ণধারদের ঐক্যের দাবীতে সিলেটে আগামিকাল সোমবার বিকাল ৪টায় সিলেট কোর্ট পয়েন্টে “কওমিবন্ধন” নামে ব্যতিক্রমি এক মানববন্ধনের উদ্যোগ নিয়েছে কওমি মাদরাসা ছাত্র- শিক্ষক সোসাইটি।
কওমি বন্ধন নিয়ে বিগত এক সপ্তাহ ধরে সিলেটের সকল মাদরাসাতে মতবিনিময় চলছে। আয়োজকরা বলছেন, আগামিকাল সিলেট একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হবে।
এছাড়াও ‘কওমিবন্ধনকে’ সমর্থন জানিয়ে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছে ২৫টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সিলেট জেলার কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকসহ কওমি সংশ্লিষ্ট জনসাধারণকে আগামীকাল ১৭ অক্টোবর সোমবার বিকাল ৪ টার সময় সিলেট সিটি পয়েন্টে ‘কওমিবন্ধনে’ যোগদান করে ‘আমাদের অধিকার‘ কওমি মাদরাসার স্বকীয়তা বজায় রেখে সনদের স্বীকৃতির দাবী আদায়ের কর্মসূচিকে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন “কওমি মাদরাসা ছাত্র-শিক্ষক সোসাইটির আহ্বায়ক শায়খুল হাদিস মুফতি মাওলানা শামসুল ইসলাম। বিজ্ঞপ্তি।
Tags আগামীকাল সিলেটে ‘কওমিবন্ধন’
এটাও পড়তে পারেন
কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ
খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...