রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৬:০৯
Home / কওমি অঙ্গন / প্রয়োজনে আমি কমিশন থেকে সরে দাঁড়ানো, তবু স্বীকৃতি হোক

প্রয়োজনে আমি কমিশন থেকে সরে দাঁড়ানো, তবু স্বীকৃতি হোক

masud-500x265কমাশিসা ডেস্ক :: ইকরা বাংলাদেশের পরিচাল মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলেছেন, কওমি মাদরাসার স্বীকৃতি বিষয়ে অনেকে আমাকে নিয়ে প্রশ্ন তুলেন। বলেন, আমার কারণে নাকি স্বকীয়তা বজায় রেখে স্বীকৃতি হচ্ছে না। কিন্তু আমি বুঝি না, তারা কেন আমাকে প্রতিপক্ষ মনে করেন। তারা যদি এমনটাই মনে করেন যে, আমার কারণে স্বীকৃতি হচ্ছে না, তাহলে প্রয়োজনে আমি নিজেই কমিশন থেকে সরে দাঁড়াবো। তবুও চাই কওমি মদরাসার সরকারি স্বীকৃতি বাস্তবায়ন হোক।

বৃহস্পতিবার আমাদেরসময় ডটকমকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।

কওমি মাদরাসার স্বীকৃতি বিষয়ে নানারকম মতামত ঘুরছে। বেফাকের বৈঠক থেকে দেশের শীর্ষ স্থানীয় আলেমগণ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদের দিকে আঙ্গুল তুলেছেন। সরকারকে আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, কারো প্ররোচনায় স্বীকৃতি দিলে তা আমরা মানব না। এছাড়াও সরকার কমিশন গঠনে শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং বেফাকের প্রস্তাবনাকে পাশ কাটানো হয়েছে।

এসব নিয়ে প্রশ্ন করা হলে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ ওই সাক্ষাৎকারে বলেছেন, তাদের মতামত নিয়েই কমিটি করা হয়েছে। পাশ কাটানো হয়নি। তবে সরকার যে পরিবর্তন করেছে সেখানে তার কোনো হাত নেই বলে জানান মাওলানা মাসউদ।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...