কমাশিসা ডেস্ক: মুসলমানদের ২য় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আদ্বহা আজ। আরব সহ সমগ্র ইউরোপে আজ পালিত হচ্ছে ঈদুল আদ্বহা। ভারত পাকিস্তান বাংলাদেশ সহ পুর্ব এশিয়ায় ঈদ পালিত হবে আগামি কাল। পবিত্র হজ্জের গুরুত্বপুর্ণ রুকুন উক্বুপে আরাফাহ বা আরাফাতের ময়দানে অবস্থানের মাধ্যমে হজ্জপালন কারীগণ তাদের ফরজ কাজ আঞ্জাম দিলেন। সুর্যাস্তের পর মুজদালিফায় অবস্থান শেষে মিনার দিকে যাত্রা। বড় শয়তানকে পাথর মেরে এসে কোরবানি আদায় করে মাথা কামিয়ে এহরাম খুলে হাজিয়ানে কেরাম তখন তওয়াফে জিয়ারতের প্রস্তুতি নিবেন। পাথর মারা বা বাকি জামারাত গুলোও আদায় করতে সচেষ্ট হবেন। এভাবে দেখতে দেখতে চলে যাবে এবারের পবিত্র হজ্জ। পবিত্র ঈদুল আদ্বহা বিশ্বের আনাচে কানাচে মুসলিম জগতে বয়ে আনুক অনাবিল আনন্দ আর সুখ সমৃদ্ধি। কমাশিসা পরিবারের পক্ষথেকে আপনাদের সকলকে ঈদ মোবারক।
এটাও পড়তে পারেন
কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ
খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...