বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:১৪
Home / কওমি অঙ্গন / যে ৭টি কারণে কওমি মাদরাসা সংস্কার স্বীকৃতি থমকে আছে

যে ৭টি কারণে কওমি মাদরাসা সংস্কার স্বীকৃতি থমকে আছে

কমাশিসার অনুসন্ধানী রিপোর্ট:
14440933_179639882477332_397559799530323763_nগদি কুরসি আনানিয়াতের দাফন হলে নিমিষেই সমাধান। কিন্তু তা কি সম্ভব? সকালে এক কথা বিকালে আরেক পরের দিন ভিন্ন! এভাবে কি চলে? কওমি মাদারাসা সনদের স্বীকৃতি কি আপনারা ভাবছেন যে সরকারের খুব দ্বায় আছে?
চোখ কান খোলা থাকলে ভাল করে অনুধাবন করুন………
ক- বিদাতী মাজার পুঁজারি ভন্ডরা চায়না কওমিরা স্বীকৃতি পাক।
খ- বাম পন্থীরা চায়না ইসলামের এই আলোর মিনার জলসে উঠুক।
গ- জামাতি ইসলাম চায়না কওমি সনদের স্বীকৃতি হউক।
ঘ- আর চায়না কওমি ঘরানার আত্মবিক্রিত কিছু লোভি।
ঙ- বিএনপি এজন্য চায়না ক্রেডিট অন্যরা নিয়ে যাক। এটা তাদের রাজনৈতিক অভিলাষ।
চ- কওমি ঘরানার কিছু সরল সহজ অদুরদর্শীরা চায়না স্বীকৃতি আসুক। জ্ঞানের অভাব।
ছ- সংগ্রাম নয়াদিগন্ত ইনকিলাব জঘন্য কণ্ঠ প্রথম অন্ধকার কেন চায়না তা সহজেই অনুমেয়।
কওমির স্বীকৃতি হলে দেশ সমৃ্দ্ধ হবে। কর্মসংস্থান বৃদ্ধি পাবে। শান্তি শৃঙখলার উন্নতি হবে। অবহেলিত বঞ্চিত বৈসম্যের শিকার কওমি উলামাদের আলোকিত ভবিষ্যতের জন্য আসুন সকলে মিলে বাধার প্রাচিরকে গুঁড়িয়ে দেই।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...