সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৩:২১
Home / কর্মসংস্থান / বিলেতের একজন আলেমে দ্বীনের বর্ণাঢ্য জীবন (ভিডিও)

বিলেতের একজন আলেমে দ্বীনের বর্ণাঢ্য জীবন (ভিডিও)

14527478_537584383119242_1817781494_nকমাশিসা ইন্টারভিউ: মাওলানা আখাতার হোসাইন।ইমাম খতিব শিক্ষক সফল ব্যবসায়ী আলেমে দ্বীন মুবাল্লীগ। সিলেটের কাজির বাজার মাদ্রাসা জামেয়া মাদানিয়া ইসলামিয়া থেকে টাইটেল পাশ করে লন্ডনে এসে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। ২০০৩ সালে বিলেতে পাড়ি জমান। ২০০৬ সালে শুরু ব্যবসার পথচলা। লন্ডনের কিলবর্ন এজওয়ার হচ্ছে আরব বসতি এলাকা। খুব অভিজাত  এলাকা বলা যায়। আর সেখানে তিনি গড়ে তুলেছেন মনের মাধুরি মিশিয়ে আপন ভুবন। অল ইন ওয়ান। অর্থাৎএকই জাগায় অনেক কিছু। গ্রসারি শপ মানিট্রান্সপার ও বোরকা পাঞ্জাবির জন্য ইসলামিক শপ। তরুণ এই আলেমের উদ্দীপনা দেখে যেকেউ উৎসাহিত হবে বিধায় পুরো ভিডিও লিংক নিচে দেওয়া হলো।14580363_537584469785900_775343744_n

তিনি দোকানের পিছনে বেইজমেন্টে করেছেন মসজিদ। সেখানে খুতবাও প্রদান করেন। বললেন জুমআর মূল খুতবা  আরবির সাথে ইংরেজী ও দেন। তিনির সাহসিকতা দেখে যারপর নাই আমরা আনন্দিত হলাম। দেশের সিলেটের ফেঞ্চুগন্জেও একটি মাধ্যমিক কওমি মাদরাসা পরিচালনার দায়িত্বে আছেন। সাথে দেখা হলো তিনির মসজিদের ইমাম মাওলানা সালেহ আহমদ সাহেবের সাথে। দেশের বাড়ি সিলেটের বালাগন্জের গহরপুর। কমাশিসার পক্ষথেকে নেয়া ২ পর্বের ইন্টারভিউ দেখতে নীচে ক্লিক করুন।

(১ম পর্ব)

(২য় পর্ব)

 

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...