আবু ইউসুফ মুহাম্মাদ নোমান:
কাওম মানে জাতি, আর কাওমি মিন জাতীয় । সুতরাং আমাদের কাওমি বা জাতীয় শিক্ষা ব্যবস্হা কে এমনভাবে সাজানো দরকার যাতে আধুনিক ধর্ম বিদ্বেষী শিক্ষা ব্যবস্থার চাইতে এটি আরো অনেক উন্নত অগ্রসর হয় । অপর দিকে যোগ্য আলেম মুফতি মুহাদ্দিস ও তৈরী হয় ।
সময় একটু বেশি লাগুক সমস্যা নেই । ইচ্ছে করলে এটা অসম্ভব কিছু নয় । এক সময় মানুষেরা সন্তানের জন্য স্কুল-কলেজের চাইতে মাদ্রাসাকেই বেশি গুরুত্ব দিবে । আর এভাবেই সমাজ পরিবর্তনের পটভূমি তৈরী হবে । অবশ্য এ চিন্তাটা করা জরুরী ছিলো অন্তত একশত বছর পূর্বে !
আমাদের সিলেবাস আমাদের শিক্ষা ব্যবস্হা উন্নত হলে কারো স্বীকৃতি আর করুণা ভিক্ষার কোন প্রয়োজন হবেনা বরং শাসক গোষ্ঠী আমাদের স্বীকৃতি পেতে পেছনে ঘুরবে কোন সন্দেহ নেই !