মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৩২
Home / খিলাফাহ / তারুণ্য আমার উচ্ছাস, যুবক আমার প্রেরণা

তারুণ্য আমার উচ্ছাস, যুবক আমার প্রেরণা

খতিব তাজুল ইসলাম:

14527451_537017646509249_1897445776_nদিকে দিকে জ্বলছে আগুন নিভানোর কেউ নেই। এতীম অসহায়দের মিছিল কেবল বাড়তেই আছে। বিধবারা আজ হতবাক। তরুণরা আজ দিকভ্রান্ত। প্রবীনরা আছেন খামখেয়ালীপনায়। মসনদের নীচে তুষের আগুন জিইয়ে রেখে শান্তি কামনা যারা করে তাদের কপাল কতোই না খারাপ।আফ্রীকা থেকে এশিয়া ইউরোপ থেকে এমেরিকা চীন থেকে রাশিয়া লিবীয়া থেকে সিরিয়া ফিলিস্তিন থেকে ইরাক বাংলা থেকে হিন্দুস্থান সবখানে মুসলিম নিধনের মহোৎসব। সিরিয়ার অলিতে গলিতে নবজাতক শিশুরা পিতা মাতা হারিয়ে রাস্তায় পড়ে থেকে মরণের প্রহর গুনছে। মুসলিম জনপদের তরুণদের ধরে ধরে চলছে অবাধ গণহত্যা। বর্তমান পৃথিবীতে একমাত্র মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নাই। অতি কৌশলে একেক করে তারা ইরাক আফগানিস্তান লিবীয়া সিরিয়া ধংস করে এখন কাশ্মিরে উপনীত। প্রতিদিন পাখির মতো গুলী করে চলছে হত্যাযজ্ঞ। লাখ লাখ বণী আদম অন্ধ পংগুত্ব বরণ করছে। আর আমরা বসে বসে কষছি কিসিম কিসিম অংক।

মুসলিম বিদ্বেষীরা শক্তি অর্জনের প্রতিটা ধাপ অতিক্রম করে রেখেছে। অথচ আমাদের আল্লাহ পবিত্র কুরআনে ১৪শত বছর আগে ঘোষণা দিয়ে রেখেছেন যে-

‘তোমরা তোমাদের সাধ্যের ভিতর প্রচন্ড শক্তি সঞ্চয় করো প্রশিক্ষীত ঘোড়ার মাধ্যমে, যাতে করে তোমরা ভয় দেখাতে পারো আল্লাহ ও তোমাদের দুশমনদের।’

এই আয়াতের উপর পরাশক্তিগুলো ভাল করে আমল করেছে বসে আছে। তারা এমন শক্তি সঞ্চয় করে রেখেছে যে কারণে তাদের দুশমনরা চোখ তুলে তাকাতে ভয় পায়। তাদের প্রতিটি জনপদ নিরাপদ। নারী শিশুরা নিরাপদ। তাদের যুবকরা আছে মুসলিমদের রক্তে গোসল করায় মত্ত।আর মুসলিম যুবকরা জীবন মৃত্যুর মুখোমুখি। হে মুসলিম শাসক! তুমি ভাবছো তোমার স্বজাতিদের হত্যা করে পরের উপর ভর করে আজীবন সুখে দিন কাটবে! এভাবে বহুদিন কাটার কোন নজির আছে? ছেড়া জুতার মতো একজনকে নিক্ষীপ্ত করে নতুন জুতার সন্ধানে তারা থাকে। তাই মুসলমান শাসকরা মেরুদন্ড সোজা করে দাঁড়াও।f-16-fighter-jets

হে মুসলিম জাতির উলামা সমাজ! জাতিকে ওমর ইবনুল খাত্তাব সালাহ উদ্দীন  আইয়ুবী মাহমুদ গজনভী মুহাম্মাদ আল-ফাতেহ’র স্বপ্ন দেখাও।এই কুরআন যদি বিজ্ঞানময় হয় তাহলে বিজ্ঞানের বিরু্দ্ধে তোমার অবস্থান কেন? এই কু্রআন যদি বলে নামাজ কায়েম করার সাথে সাথে যাকাত প্রদান করো তাহলে তুমি যাকাত খোর চামড়া খোর কেন? এই কুরআন যদি বলে হে আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাতে কল্যাণ দাও তাহলে দুনিয়ার কল্যাণ ফাসিক ফাজিরের হাতে ছেড়ে দিয়ে শুধু আখেরাতের কল্যাণের আশা কিভাবে করো?  এই কুরআন যদি বলে আল্লাহর হুকুম ছাড়া অন্য কোন হুকুম অচল সেখানে কিভাবে আমরা কুফরি নেজামের উপর সন্তুষ্ট? এই কুরআন যদি বলে আল্লাহ তায়াল ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম তাহলে কিভাবে আমরা সুদের বিকল্প তৈরিতে মনোযোগী হইনা? জুলুম অত্যাচার অনাচার খুন ধর্ষণ পাশবিকতার বিরুদ্ধে যেখানে কার্যকর ভুমিকা রাখার কথা সেখানে কেবল অপারগতা নির্বুদ্ধিতা অসংলগ্নতা তোমার? কেন আজ তোমার রিজিক দিবে ফাসিক ফুজ্জাররা? দুনিয়ার বুকে আজ দুটি অস্ত্র অর্থ এবং সমর শক্তি। কিন্তু সমাজের  উলামাগণ জাতিকে সেই জ্ঞানার্জন থেকে হরহামেশা দুরে রেখেছেন ফতোয়ার কলাকৌশলে! কেন এমন হবে বলুন? না না না এভাবে বসে থাকলে চলবেনা। প্রজন্মকে শিক্ষীত করে গড়ে তুলতে হবে। সর্বোচ্চ শিক্ষাই আজ জাতিকে বাঁচাতে পারে। যুগের উলামাগণ সময়ের চাহিদা বুঝে উপযুক্ত ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন এখন হৃদয়ের দাবী উম্মাহর দাবি।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...