ইকবাল হাসান জাহিদ:
ভারত বলেন আর পাকিস্তান, দুইটার কোনোটাই কাশ্মীর নিয়ে ভাবছে না! সবাই যার যার স্বার্থ নিয়া ব্যস্ত। ভারতের কাছে মজলুম মানুষের হেল্প চাওয়া আর অরণ্যে রোদন একি কথা। আর পাকিস্তান তো শিয়াদের গ্যড়াকলে পড়ে হারিয়ে ফেলেছে নিজস্ব অস্তিত্ব।
জম্মু-কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে গত ২৭ বছরে ৯৪ হাজার ৫০৪ জন কাশ্মীরি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২২ হাজার ৮২৪ জন নারীও রয়েছে। খবর দৈনিক পাকিস্তান উর্দূর।
কাশ্মীর আদমশুমারির তথ্যমতে, ১৯৮৯’র জানুয়ারি থেকে ২০১৬’র ৩১ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে ৯৪ হাজার ৫০৪ জন কাশ্মীরি নিহত হয়। গত সাতাইশ বছরের গড় হিসাব অনুযাীয় প্রতি বছর অন্তত ৩৫০০ জন কাশ্মীরি নিহত হয়। সেই হিসাবে প্রতিদিন ৯ জন করে মারা যাচ্ছে পৃথিবীর ভূ-স্বর্গ কাশ্মীরে।
সূত্র জানায়, নিহতের মধ্যে ২২ হাজার ৮২৪ জন নিরপরাধ নারী রয়েছে। যাদের এতীম হয়ে যাওয়া সন্তানের সংখ্যা ১ লাখ ৭ হাজার। তাছাড়া দেশদ্রোহী এবং সন্ত্রাসী আখ্যা দিয়ে এ সময়ের মধ্যে কাশ্মীরিদের এক লাখ বাড়ি-ঘরও ভেঙে দেয়া হয়। আদমশুমারি সূত্র আরও জানায়, এই সময়ের মধ্যে ১০ হাজারেরও অধিক মেয়ের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে কাশ্মীর উপাত্যকায়।