বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৭:৫৩
Home / সংবাদ / ইসলাম ধর্মের কটূক্তিকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে : ওলামা লীগ

ইসলাম ধর্মের কটূক্তিকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে : ওলামা লীগ

ইসলাম ধর্মের কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ। গতকাল জাতীয় প্রেস কাবের সামনে ওলামা লীগ আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

olama-ligবক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির গর্বিত সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি কটূক্তিকারীর শাস্তি প্রদানের লক্ষ্যে গত ২২ আগস্ট ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬’ নামের একটি নতুন আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইন পাস করায় সরকারকে আমরা ধন্যবাদ জানাই। তারা আরো বলেন, এ আইনের মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কটূক্তিকারীর শাস্তি যেমন নিশ্চিত হয়েছে, তেমনিভাবে আমাদের প্রাণের নবী হজরত মুহাম্মদ সা: এবং ইসলাম ধর্মের প্রতি কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রদান এবং কমপক্ষে শত কোটি টাকা অর্থদণ্ড প্রদান আইন পাস করতে হবে। ওলামা লীগের কার্যকরী সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, হাফেজ মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীরূপুরী, মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে সভাপতির বক্তৃতায় হাফেজ মাওলানা আব্দুস সাত্তার বলেন, বিদেশী অপশক্তির বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করছেন তা বাঙালি জাতির ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে। যুদ্ধাপরাধীদের বিচারে বাংলাদেশের জনগণ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সব যুদ্ধাপরাধীর ফাঁসি দ্রুত কার্যকর হলেই দেশের জনগণ পুরোপুরি স্বস্তি পাবে।
সৌজন্যে : দৈনিক নয়াদিগন্ত

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনির বিএনপিতে যোগদান

কমাশিসা ডেস্ক: বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মওলা রনি। সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন ...