নূর মুহাম্মদ হুসাইন,
সেপ্টেম্বর ১৯, ২০১৫ইং থেকে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ভারতের মুম্বাইয়ে কোন মসজিদে আজান দেয়া যাবে না। অর্থাৎ ফজরের আজান দেয়া যাবে না। সাথে ভজন, পূজন, আরাধনাও করা যাবে না। এমনই রায় দিয়েছে বোম্বে হাইকোর্ট। এক পিটিশনের ভিত্তিতেই কোর্টের এই নির্দেশ। বোম্বে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, না আজান, না ভজন, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত এর কোনওটাই চলবে না। গত বছর নতুন মুম্বইয়ের বাসিন্দা সন্তোষ পচলগের দায়ের করা এক পিটিশনের ভিত্তিতে এই রায় দেয় আদালত। মসজিদে আজানে ‘বিরক্ত’হয়ে বোম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করেন এই হুন্দু মহাশয়। তার প্রেক্ষিতেই আদালত পুলিশকে নির্দেশ দেয়, রাত ১০টার পর থেকে সকাল ৬টার আগে পর্যন্ত কোনও ধর্মীয় স্থানে যাতে মাইক না বাজে, সেদিকে খেয়াল রাখতে হবে। ওই পিটিশন থেকেই জানা যায়, ৪৯টি মসজিদের মধ্যে ৪৫টি মসজিদে কথিত “বেআইনিভাবে” মাইক বাজে। ইতিমধ্যে পাঁচটি মসজিদ থেকে মাইক খুলে নিয়েছে পুলিশ। কারণ, পুলিশের কথা অনুযায়ী বিনা অনুমতিতে মাইকে আজান দেয়া হয়েছিলো।
সূত্র: ইন্ডিয়া টাইমস
ভারত প্রীতি যাদের, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, মুসলমানদের ধর্মীয় কাজে বিভিন্ন ভাবে হস্তক্ষেপ করছে ভারত সরকার। সর্বশেষ ফজরের আজানের উপর নিষেধাজ্ঞা জারী করেছে ভারত হিন্দু-সরকার।
ইতিপূর্বে যে সব নিষেধাজ্ঞা জারী হয়েছে—
★ মুসলমানেরা ২ সন্তানের অধিক জন্ম দিলে শাস্তি ঘোষনা করেছে, আর হিন্দুরা ৫ সন্তান জন্ম দিলে ৫ লাখ টাকা পুরস্ক্রার দিবে।
★ গরু জবাই / কুরবানী নিষিদ্ধ করা হয়েছে।
★ ঈদুল আজহার ছুটি মুসলমানদের জন্য বাতিল করেছে।
★ জাগায় জাগায় মুসলমানদের মসজিদ ভেঙ্গে মন্দির করছে।