বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:৫২
Home / অনুসন্ধান / ওদের কান্নার আওয়াজ কারো কানে পৌছেনা?

ওদের কান্নার আওয়াজ কারো কানে পৌছেনা?

সিলেট ওসমানী মেডিকেলের একী অবস্থা? সরকারি টাকায় ডাক্তার হয়ে ওরা খসাইপনায় মত্ত কেন? মানবতা কখন আমাদের মাঝে জেগে উঠবে?

14196171_1300130233373000_6282988824932637343_oইকবাল হাসান জাহিদ:

একটা অসুস্থ বাচ্চা কাঁদছে ওসমানী মেডিকেলের বারান্দায়। হাতে, মুখে, পায়ে ইঞ্জেকশনের বেন্ডেজ । সদ্য প্রসবকৃত অসুস্থ মা পাশে বিভোর ঘুমে আচ্ছন্ন। আমি পাশে দাঁড়িয়ে কিংকর্তব্যবিমুঢ় ছিলাম প্রায় আধা ঘন্টা। বুঝতে পারছিলাম না, বাচ্চাটাকে কোলে নিবো, নাকি কয়েক দিনের নির্ঘুম অসুস্থ মাকে ঘুম থেকে ডেকে তুলব?
দেখতে প্রায় আমার ‘বাবার’ মতো চেহারার ওই বাচ্চাটার অসহায় কান্না দেখে দুই চোখ বেয়ে অশ্রু ঝরছিলো আমার।

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের বারান্দায় পড়ে থাকা এই সব অসুস্থ মা-সন্তানদের দেখলে আমি ভেঙে পড়ি। মা ও শিশু এই দুই ধরণের মানুষের প্রতি আমার মারাত্মক দুর্বলতা। জানি না কোন কারণে মা ও শিশুদের জন্য আমার হৃদয় যে কোনো সময় বিগলিত হয়ে যায়। তাদের চোখে অশ্রু দেখলে আমার বুকে জমে যায় একঝাক কষ্ট।

জানি না কবে ওসমানী মেডিকেল হাসপাতালের এই দুরাবস্থার পরিবর্তন ঘটবে। কবে এই গরীব অসহায় মা ও শিশুদের জন্য আমাদের কর্তাব্যক্তিদের মানসিকতা মানবিক হবে। শুধু ওসমানী হাসপাতালই না। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার এই মৌলিক অধিকারবঞ্চিত মানুষগুলো আমাকে সব সময় ভাবায়। প্রায় সময় একান্তে কাঁদায়। কিন্তু এদের ভাগ্য পরিবর্তন নিয়ে আমরা কেউই কামের কাম কোনো উদ্যোগ নেই না। নিতে পারি না।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

পুলিশি নির্যাতনে হত্যার বিচার চাইবেন কার কাছে?

ডক্টর তুহিন মালিক: (১) মাত্র ১০ হাজার টাকার জন্য সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবককে রাতভর নির্যাতন ...