বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:০০
Home / অনুসন্ধান / ইখলাস তথা ঐকান্তিকতার সংজ্ঞা কী?

ইখলাস তথা ঐকান্তিকতার সংজ্ঞা কী?

শাইখ ওলী উল্লাহ আরমান:

14233189_2102636373294109_6216020394882760662_nবড়দের মুখে দরদমাখা কণ্ঠে ইখলাসের কতো বয়ান শুনি৷ আমাদের আকীদা হচ্ছে, ইখলাসবিহীন তথা লোকদেখানো আমল কবুল হয় না৷ কিন্তু এইসময় যেনো দূরবীন কিংবা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজেও ইখলাস পাওয়া দুস্কর৷ এই বৈশিষ্ট্য মোটামুটি অনেকের মাঝেই মহামারী আকারে ছড়িয়ে পড়েছে৷ আর গাছের শেকড়ে যা থাকে, শিখরে তো থাকবেই৷

যেকোনো প্রোগ্রাম শেষে বিশ্লেষণ হয় কতোটি পত্রিকায় ছবি এসেছে?  আমার/আমাদের ছবি এসেছে কিনা?  আচ্ছা, অমুকের ছবি কেনো এলো?  আমার নামে লকব কম আসবে কেনো? এতোজনের পরে নাম আসা ব্যক্তি তো আমি নই৷ আবারো বলছি গাছের শেকড়ে মহামারী হলে শিখরে অনিবার্যভাবেই তা থাকবে৷ সময়টা চলছে ‘বাংলাদেশ আনজুমানে ইশাআতে নাফস’ তথা আত্মপ্রচারের৷ সবাই যেনো নিজের ঢোল পেটাতে চাইছে৷

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

সিলেটের পবিত্র মাটি আবারও কলংকিত হলো রায়হানের রক্তে!

পুলিশ ফাড়িতে যুবক হত্যা: সিলেটজোড়ে চলছে রহস্য! এলাকাবাসীর প্রতিবাদ!! সিলেট নগরীতে রায়হান নামক এক যুবকের ...