শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:২৬
Home / কওমি অঙ্গন / পিতার অযোগ্য সন্তানদের বিলাপ (৪)

পিতার অযোগ্য সন্তানদের বিলাপ (৪)

1527খতিব তাজুল ইসলাম : একটি দেশের পুরো শিক্ষাব্যবস্থা ইসলামহীন, অপর একটি আউলা ঝাউলা, তৃতীয় আরেকটি রক্ষাকর মাওলা।

কুল্লু হিজবিম বিমা লাদইহিম ফারিহুন !
(যার কাছে যা আছে তা নিয়েই সে সন্তুষ্ট)

হজরত আলী নদভী রাহমাতুল্লাহ প্রায়ই বলতেন-
‘মানুষ যখন কোন একটি আদর্শ আখলাক কিংবা বিশ্বাসের উপর অভ্যস্ত হয়ে পড়ে তখন রাইট রঙ দেখার আগে নাড়ির টানের মতো চলে আসা খাসলতের দিকে সত্তর ডিগ্রি হেলে পড়ে।’

কোরআন সুন্নাহর দিকে রুজু হওয়ার চেয়ে তার কাছে সবচেয়ে বড় দলিল-
আমার আব্বাকে তেমন করতে দেখেছি
আমার উস্তাজ কি রঙ বলতে করতে পারেন ?
আমাদের মুরব্বীদের থেকে তুমি বেশি বুঝো ?
প্রচলিত চলমান ব্যবস্থা যদি খারাপ হতো তাহলে বুজুর্গানে দ্বীন কেন তা ফলো করছেন ?

কিছু বিষয় আছে যেমন মুবাহ
তাতে হয়তো খারাপ কিছু পরিলক্ষিত হচ্ছে না বটে
কিন্তু বিষয়টাকে কেউ যখন ফরজের সাথে তুলনা করে
তখন যে শরীয়তের বারটা বেজে যাচ্ছে তা অনেকেই খবর রাখেন না।
সময় এবং কালের বিবর্তনে এখন বিষয়টাকে অন্যভাবে ভাবতে হবে।
জামানার তাক্বাজা অনুযায়ী উদ্যোগ গ্রহণ করা উচিৎ।

বুজুর্গানে দীন কোনো মুসলেহাতে হয়তো কিছু কাজ করে গেছেন। আজ সেই মুসলেহাত এখন অপরিবর্তনীয় অলঙ্ঘনীয় বিধান?

এ-ই হলো আজ পিতার অযোগ্য সন্তানদের করুণ বিলাপ !

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...