কাদা ছোড়াছুড়ি না করে কওমি মাদরাসা সনদের স্বীকৃতি আদায়ের লক্ষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেছেন, কওমি মাদরাসা সনদের স্বীকৃতি এ দেশের ছাত্রছাত্রীদের মান-সম্মান ও অধিকার। তাদের অধিকার নিয়ে আমরা টানাটানি করতে পারি না। দেশের প্রাজ্ঞ ও বিজ্ঞ আলেমদের উচিত সনদের স্বীকৃতি আদায়ের চেষ্টায় অংশীদার হওয়া।
কওমি শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রতি সযত্ন আচরণ করার আহ্বান জানিয়ে শুক্রবার এক বিবৃতিতে মাসঊদ বলেন, ‘কওমি স্বকীয়তা বজায় রেখেই আমরা স্বীকৃতি পেতে চাই। দারুল উলুম দেওবন্দের চিন্তাধারা ও কারিকুলামের মাধ্যমেই সনদের স্বীকৃতি এলে এদেশের শিক্ষার্থীরা উপকৃত হবে।’
কোনো নিয়ন্ত্রণের ভেতর কওমি মাদরাসা আটকা পড়ছে না জানিয়ে ফরীদ মাসঊদ বলেন, ‘নিবন্ধন বা নিয়ন্ত্রণের কোনো বাধ্যবাধকতা ছাড়াই আমরা স্বীকৃতি পেতে চাই। এটা আমাদের অধিকার। শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পথে অনেক বড় একটি সিঁড়ি এই স্বীকৃতি।’
বিরোধিতার নামে বিরোধিতা না করে অবহেলিত কওমি শিক্ষার্থীদের কল্যাণকামিতার প্রতি লক্ষ্য রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজেদের স্বকীয়তা ও মর্যাদা বহাল রেখে স্বীকৃতির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানান এই বর্ষীয়ান আলেম।
সৌজন্যে : সিলেট রিপোর্ট