শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১:২০
Home / খোলা জানালা / পিতার অযোগ্য সন্তানদের বিলাপ ! (২)

পিতার অযোগ্য সন্তানদের বিলাপ ! (২)

12417938_1670517319894638_3088095927305701003_nখতিব তাজুল ইসলাম : বাংলাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক্ব রাহমাতুলল্লাহ’র বহুমুখী প্রতিভা হিংসুকদের প্রধান জ্বালা ছিলো।জীবনমুখী এই মহান নায়ককে বলা হলো শীয়া!  কবরবাসী একজন বিশাল আলেম তাকে বললেন ‘সাইকেল হাদীস’!

শাহ ওলীউল্লাহ রাহমাতুলল্লাহকে একদল মুসলমান কাফির ফতোয়া দিল! পবিত্র কোরআন শরিফ প্রথম উরদু ভাষায় তরজমা করার অপরাধে মাহমুদ হাসান শাইখুল হিন্দকে মুসলমানরাই গোমরাহ আখ্যায়িত করলো!
অখন্ড ভারতের পক্ষে মাদানী রাহমাতুলল্লাহ থাকার কারণে তাকে মুসলমানরাই লাঞ্চিত করেছে! কবি নজরুল ও আল্লামা ইকবালকে কাফির দেয়ার ফতোয়া খুব পুরানা নয়!

এভাবে সময়ের কিছু নবীণ প্রবীণদের ফতোয়া বিরুদ্ধাচরণ গালাগালি দেখে বিচলিত নই। কারণ ইতিহাস ঠিকই রচিত হবে তবে হয়তো তখন আমরা থাকবো না! যারা সংস্কার ও স্বীকৃতির বিরোধিতা করছেন কবরে বসে বসে হয়তো কাদঁবে তখন কিন্তু তওবা নসীব হবে না!

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...