বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৭:১২
Home / কওমি অঙ্গন / অযথা প্যাচাল : মোল্লাদের সামনে স্বীকৃতির মুলা

অযথা প্যাচাল : মোল্লাদের সামনে স্বীকৃতির মুলা

labibমাওলানা লাবীব আব্দুল্লাহ : কওমী মাদরাসার সনদের সরকারি স্বীকৃতির মুলা বার বার ঝোলানো হয়৷ আগেও ঝোলানো হয়েছে৷ ঝোলানো হবে আগামীতেও৷ বিএনপি সরকারও ঝুলিয়ে ছিলো৷ ঝুলন্ত মুলার নাম সনদ৷ বকরির তিন নম্বর বাচ্চার মতো আমরা লাফাবো৷ এই লম্ফঝম্ফ কয়েক দিন চলবে৷ এখন তক্কাতক্কি চলছে ফেবুতে৷

দুই
এই সনদের স্বীকৃতি হলে নোট গাইডের ব্যবসা হবে ৷ প্রকাশকদের লাভ ৷ এই সনদে ইমামতি ও কাজিগিরি ছাড়া কী করা যাবে?
তালেবে ইলমরা কি স্কুল কলেজের মতো আঠারো বছর পড়বে? সাত বছরেই তারা মাস্টার্সের সনদ পাচ্ছে ৷ সরকারি স্বীকৃতি হলে পড়তে হবে আঠারো বছর৷ দাওরা যদি মাস্টার্স হয় তাহলে অনার্স মাস্টার্সের সময় লাগবে পাঁচ বছর৷ পড়বে কি কেউ দাওরা পাঁচ বছরে? এক বছরে দৌড়ানিতে অভ্যস্ত আমরা৷

তিন
সরকার স্বীকৃতি দেবে না৷ দিলে শর্ত দেবে৷ শর্তের মধ্যে নিবন্ধন করতে হবে এটি কি মানবে কওমী মাদরাসা? জেন্ডার ইস্যু দেখা দেবে৷ জেন্ডারে সমতা৷ মানবে কওমী? মাদরাসার নাম জামেয়া বাদ দিয়ে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ এরপর জামেয়া করতে হবে৷ মানবে কি কওমী মাদরাসা?

চার
সনদ কেন স্বীকৃতি চায় ? কীভাবে চায় ? এটি আগে মীমাংসা করতে হবে ৷ কিন্তু এটি এখনও স্পষ্ট নয়, তাদের কাছে যারা স্বীকৃতি চাচ্ছেন৷

পাঁচ
সনদের স্বীকৃতি হলে কেউ আলিয়ায় যাবে না কওমী থেকে । এটি আলিয়ার জন্য ক্ষতি ৷

ছয়
বর্তমান অবস্থায় স্বীকৃতি যদি মাস্টার্স মানের হয় তাহলে কলেজ ভার্সিটি তা মনে নেবে না ৷ কারণ আট দশ বছরে মাস্টার্স কেন?

সাত
কওমীর সামাজিক স্বীকৃতি আছে৷ স্বীকৃতি আছে জনতার কাছে৷ সরকার যদি স্বীকৃতি দিতে চায় চাহলে সরকারেরও একমুখী শিক্ষার জন্য সহায়ক ৷ ধীরে ধীরে মূলধারার সাথে মিশাতে পারবে৷ নিয়ন্ত্রণ সহজ হবে৷

আট

এইচ এস সির দশটি বোর্ডে রেজাল্ট হলো ৷ দশটি বোর্ড সমস্যা নয় ৷ এক বোর্ড হতে হয় না৷ কিন্তু সব সরকার কওমী মাদরাসাকে এক হয়ে আসতে বলে৷ এটি কি সনদের স্বীকৃতির দেবার নিয়তের আলামত? কওমীর একাধিক বোর্ডে একটি অভিন্ন সিলেবাস থাকলে সমস্যা কোথায়? কওমীরও পাঁচটি বোর্ড হলো৷ চেয়ারম্যান হলো পাঁচ জন৷ সমস্যা কোথায়?

নয়
স্বীকৃতির আগে সিলেবাস জীবনঘনিষ্ঠ হোক৷ বাস্তবমুখী হোক ৷ দীন দুনিয়ার সমন্বয়ক হোক৷ সকল কওমী মাদরাসার একটি লেভেল পর্যন্ত অভিন্ন সিলেবাস হোক৷ এসএসসি লেভেলে পড়ার ব্যবস্থা হোক ৷ পরে স্বীকৃতির আন্দোলন৷

সংগ্রহ : ২০-০৮-২০১৬ প্রদত্ত লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...