বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:৫৭
Home / আকাবির-আসলাফ / উৎসবমুখর পরিবেশে ভারতে আলেমদের স্বাধীনতা দিবস উদযাপন

উৎসবমুখর পরিবেশে ভারতে আলেমদের স্বাধীনতা দিবস উদযাপন

India-Alemসৈয়দ আনোয়ার আবদুল্লাহ : ভারতের প্রথম পূর্ণাঙ্গ স্বাধীনতা দাবী করেছিলেন আলেমরাই। তারা তাদের ত্যাগ কুরবানী সংগ্রামের ইতিহাসকে ধরে রেখেছেন যথার্থ মযার্দার সাথে। প্রজন্মকে স্মরণ করিয়ে দিচ্ছেন দেশ প্রেম আর স্বাধীনতা আন্দোলনে আযাদ আর মাদানীর সংগ্রামের কথা।

জমিয়তে উলমায়ে হিন্দ সর্ব প্রথম ভারত বর্ষের পূর্ণাঙ্গ স্বাধীনতা দাবী করেছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক শায়খুল হিন্দ মাহমুদ হাসান, শায়খুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী ও কংগ্রেস সভাপতি মাওলানা আবুল কালাম আযাদ ও মহাত্মা গান্ধীর নেতৃত্বে বিজয়য়ের যে নিশান উড়েছিল, সেই বিজয় দিবসে হিন্দু প্রদান দেশ ভারতের আলেম উলামা ও মাদরাসা ছাত্ররা কিন্তু আজ বসে নেই। আজ ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশজুড়ে অনন্যদের মত মাদরাসা ছাত্র শিক্ষক, আলেম উলামার্ সভা, সমাবেশ, আনন্দ র‌্যালি, শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি পালন করছেন তারা।

স্বাধীনতা আন্দোলনে অবিস্মরণীয় অবদানকারী ভারতের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপি আলোচনা সভা, সহ নানান অনুষ্টান পালিত হচ্ছে, এতে উপস্থিত ছিলেন, ভারত সরকারের কেন্দ্রীয় অনেক মন্ত্রী, জাতীয় রাজনীতিবিদ। তারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের বীরত্ব গাঁথা ও অসামান্য অবদানের কথা।

১৯৫০ সালের ২৬ জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এটি ভারতের একটি জাতীয় দিবস । ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয। এতে মুসলিম রাজনীতিবিদ ও আলেমদের গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। যা দিবসটি পালন করার মধ্য দিয়ে তারা জাতিকে স্মরণ করিয়ে দেন। [সূত্র : ইন্ডিয়া টাইমস]

India-Alem2দারুল উলূমের মাওলানা আবুল কাসেমী বলেন, আমরা দেশের প্রত্যেকটি মাদরাসায় স্বাধীনতা দিবস পালন ও স্বাধীনতার ইতিহাস শিক্ষার্থীদের জানানোর প্রতি আহ্বান করেছি। আমরা সত্য তুলে ধরতে চাই। এটা আমাদের দেশ। আমাদের পূর্বসূরীদের সংগ্রামের ফসল। এর যর্থাথ মর্যাদা ও পরিচয় নতুন প্রজন্মের জানা উচিত। [সূত্র : ইন্ডিয়া টাইমস]

ছবিতে দারুল উলুম ওয়াকফ দেওবন্দের তালেবে ইলম ও উস্তাযদের পতাকার প্রতি গভীর ভালোবাসার একটি দৃশ্য দেখা যাচ্ছে । স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনা ছিলেন যাদের পূর্বপুরুষ তাদের পতাকার প্রতি ভালোবাসাতো থাকবই। একটি পতাকা অনেক ইতিহাস৷ একটি পতাকা সংগ্রামের অনেক কথা৷

আমরাও আমাদের লাল সবুজের পতাকাকে ভালোবাসবি। ভালোবাসি দেশকে। ভালোবাসবো মাটি ও মানুষকে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...