শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:০১
Home / আকাবির-আসলাফ / কোরআন ও বিজ্ঞানের দার্স চলবে একসাথে

কোরআন ও বিজ্ঞানের দার্স চলবে একসাথে

খতিব তাজুল ইসলাম:

13903295_512755378935476_1082572765644889262_nকোরআন ও বিজ্ঞান একসাথেই পড়তে হবে পড়াতে হবে। আদর্শিক ও সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। নিজস্ব শক্তির প্রমাণ পেশ করতে না পারলে মুসলমানদের দুঃখের দিন ঘুচবেনা।

দুশমন থেকে ভালবাসা আশাকরা বোকামি। নিজেদের আপসের দুর্বলতা না থাকলে দুশমন কখনো কামিয়াব হতে পারেনা। মতপার্থক্য থাকতেই পারে। তাইবলে মতবিরোধে জড়ানো যাবেনা।

কুফর যখন মুসলমানদের কোন অংশের উপর আঘাত হানে তখন মতপার্থক্য ভুলে তার পাশে দাড়াতে হবে। কারণ আজ যদি সে একটি অংশকে হজম করে নিতে পারে তাহলে মনে রাখবেন পরবর্তী টার্গেট আপনি নিজে।

যারা অমুসলিম তারা মুসলমানদের অধিক মহব্বত ভালবাসা পাওয়ার উপযুক্ত । কারণ সে মানুষ্য জাতি হয়ে দোজখে জ্বললে আপনার লাভ কি?
তাই কুফরের প্রতি ঘৃণা হউক কাফিরের প্রতি নয়। ফিসক্বের প্রতি রাগান্বিত হন ফাসিক্বের প্রতি নয়।

হাকীমুল উম্মত থানভী রাহ
শাইখুল ইসলাম হোসাইন আহমাদ মদনী রাহ
শাইখুল ইসলাম আবুল হাসান আলি নদভী
শাইখুল ইসলাম তাকি উসমানি গণের মাক্বুলাত থেকে।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...