মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৪১
Home / বিজ্ঞান-প্রযুক্তি / কেন আপনাকে মশা কামড়ায়?

কেন আপনাকে মশা কামড়ায়?

Moshaঅনেকেরই অভিযোগ, অন্যদের তুলনায় মশা তাদের বেশি কামড়ায়৷ সাধারণত অনেকেই বলে শরীরে নাকি মধু আছে, তাই এত মশা কামড়ায়৷ কিন্তু গবেষকরা কী বলছেন জানুন।

রক্তের গ্রুপ ও পজেটিভ

লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন এলএসএইচটিএম-এর নতুন গবেষণা বলছে, যাদের রক্তের গ্রুপ ‘ও’ পজেটিভ, মশা তাদের বেশি কামড়ায়৷ বলা হচ্ছে ‘ও’ পজেটিভ গ্রুপ যাদের তাদের রক্তে এমন কোনো পদার্থ আছে, যা মশাকে আকর্ষণ করে৷

শ্বাস-প্রশ্বাস

গবেষকরা বলছেন, যারা বড় বড় শ্বাস নেন ও ছাড়েন তাদের মশা বেশি কামড়ায়৷

স্টেরয়েড ও কোলেস্টেরল

এছাড়া যাদের দেহে স্টেরয়েড ও কোলেস্টোরলের মাত্রা বেশি তাদের মশা বেশি কামড়ায়৷

ওজন বেশি

মশা গর্ভবতী নারী ও যাদের ওজন বেশি তাদের দ্বারা আকৃষ্ট হয়৷

প্রচুর ঘাম

যারা বেশি ব্যায়াম করে এবং প্রচুর ঘামে, তাদের মশা বেশি আকর্ষণ করে৷

বিয়ার পান করা

যারা বেশি বিয়ার পান করে, তাদের বেশি মশা কামড়ায়৷

সৌজন্যে : ডিডব্লিউ

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

স্বাধীনতা দিবসে গুগলের উপহার

কমাশিসা ডেস্ক:: ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই দিনে গুগল বিশেষ ডুডলের মাধ্যমে স্বাগত জানাচ্ছে ...