অনেকেরই অভিযোগ, অন্যদের তুলনায় মশা তাদের বেশি কামড়ায়৷ সাধারণত অনেকেই বলে শরীরে নাকি মধু আছে, তাই এত মশা কামড়ায়৷ কিন্তু গবেষকরা কী বলছেন জানুন।
রক্তের গ্রুপ ও পজেটিভ
লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন এলএসএইচটিএম-এর নতুন গবেষণা বলছে, যাদের রক্তের গ্রুপ ‘ও’ পজেটিভ, মশা তাদের বেশি কামড়ায়৷ বলা হচ্ছে ‘ও’ পজেটিভ গ্রুপ যাদের তাদের রক্তে এমন কোনো পদার্থ আছে, যা মশাকে আকর্ষণ করে৷
শ্বাস-প্রশ্বাস
গবেষকরা বলছেন, যারা বড় বড় শ্বাস নেন ও ছাড়েন তাদের মশা বেশি কামড়ায়৷
স্টেরয়েড ও কোলেস্টেরল
এছাড়া যাদের দেহে স্টেরয়েড ও কোলেস্টোরলের মাত্রা বেশি তাদের মশা বেশি কামড়ায়৷
ওজন বেশি
মশা গর্ভবতী নারী ও যাদের ওজন বেশি তাদের দ্বারা আকৃষ্ট হয়৷
প্রচুর ঘাম
যারা বেশি ব্যায়াম করে এবং প্রচুর ঘামে, তাদের মশা বেশি আকর্ষণ করে৷
বিয়ার পান করা
যারা বেশি বিয়ার পান করে, তাদের বেশি মশা কামড়ায়৷
সৌজন্যে : ডিডব্লিউ