শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:১৬
Home / আমল / মন্দকাজ প্রতিহত করতে হবে সাধ্যমতো

মন্দকাজ প্রতিহত করতে হবে সাধ্যমতো

عَنْ أَبِي سَعِيدٍ الخُدرِي رضي الله عنه، قَالَ: سَمِعتُ رَسُولَ الله ﷺ، يَقُولُ: «مَنْ رَأى مِنْكُمْ مُنْكَراً فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإنْ لَمْ يَسْتَطِعْPyramid فَبِقَلْبِهِ، وَذَلِكَ أضْعَفُ الإيمَانِ». رواه مسلم

অর্থ : আবু সাঈদ খুদরি রা. বলেন— আমি রাসূল স.-কে বলতে শুনেছি— তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মন্দ কাজ দেখবে, সে যেনো তা নিজ হাত দিয়ে বদলে দেয়। যদি সে-ক্ষমতা না রাখে, তবে যেনো সে নিজ জিভ দিয়ে ( উপদেশ দিয়ে বদলায়)। যদি সে-সামর্থ্যও না থাকে, তবে অন্তর দিয়ে (ঘৃণা করে)। আর এটা হলো সবচে’ দুর্বল ঈমান।

[সহিহ মুসলিম, হাদিস ৪৯]

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আধ্যাত্মিকতা

ডক্টর আব্দুস সালাম আজাদী:: আধ্যাত্মিকতা **************** রুহানিয়্যাত বা আধ্যাত্মিকতা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিষয়। এর মূল ...