শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৭:২৬
Home / কর্মসংস্থান / এই রিক্সাচালকই আমার পীর, আমার শায়েখ

এই রিক্সাচালকই আমার পীর, আমার শায়েখ

লিখেছেন: হাসান জামিল

12027575_391523901056344_3033808903924442648_nমুষলধারে বৃষ্টি চলছে, রিক্সায় উঠতেই রিক্সাচালকের অভিব্যক্তি; আলহামদুলিল্লাহ, আল্লাহ রোদবৃষ্টি সহ্য করার ক্ষমতা দিয়েছেন। তার কথাটা আমার অন্তরে সুই হয়ে বিঁধলো। তিনি কথা চালিয়েই যাচ্ছেন, বললেন ভোরেও বৃষ্টি ছিলো। তার কথা শুনে তার প্রতি আমার আগ্রহ বাড়লো প্রচণ্ড। জিজ্ঞেস করলাম, সকালে কখন উঠেছেন?
-আলহামদুলিল্লাহ, হুজুর তাহাজ্জুদ পড়ে ফজর আদায় করে বের হয়ে যাই। চমকে উঠলাম, বলে কি!
আস্তে আস্তে খুচিয়ে খুচিয়ে সব বের করতে থাকলাম।
অন্তর থেকে বলছি, আমার কাছে তখন মনে হচ্ছিলো আমি বড় ভাগ্যবান; সত্যিকার একজন আল্লাহওয়ালার সুহবতে আছি আমি! জাবের নামের এই ভাইয়ের বাড়ী লালমনিরহাট। বাবা স্থানীয় এক মসজিদের ইমাম। তিন ছেলের জনক, বড়টাকে মাদ্রাসায় দিয়েছেন। আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা দেখে আমার চোখ ঝাপসা হয়ে আসছিলো। মনে চাচ্ছিলো রিক্সা আমি চালিয়ে তাকে বসিয়ে দেই, কিন্তু আমার নফস আমাকে তা করতে দেয় নি। তার ফোন নম্বর চাইলাম, কারণ জিজ্ঞেস করলে বললাম,
-আপনার সাথে কথা বলে ঈমান তাজা করবো! অপ্রস্তুত হয়ে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকলেন।
এ দৃষ্টি বড় মায়ার!
নম্বরটি রাখলাম, কারণ তার সাথে কথা বলে আমি ঈমান তাজা করবো, কাজেই এই রিক্সাচালকই আমার শায়খ, আমার পীর!

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি সনদের পুর্ণ স্বীকৃতি আসলে যা হবে …

জুলফিকার মাহমুদী: সম্ভাব্য যেসব পদে দাওরায়ে হাদীস পাশ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তার তালিকা দেয়া ...