জুলফিকার মাহমুদী:
সম্ভাব্য যেসব পদে দাওরায়ে হাদীস পাশ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তার তালিকা দেয়া হলো :
১. সরকারি মসজিদের ইমাম-খতীব,
২. সরকারি মাদরাসার আরবি প্রভাষক, মুহাদ্দিস,
৩. সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা বিভাগের সহকারী শিক্ষক, অধ্যাপক ও চেয়ারম্যান,
৪. ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী শিক্ষক, অধ্যাপক, বিভাগীয় চেয়ারম্যান,
৫. ধর্মমন্ত্রণালয়ে সচিব,
৬. আরব দেশসমূহের দূতাবাসে ডেলিগেশন লিয়াঁজো অফিসার,
৭. বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক ও ইমাম,
৮. স্কুল-কলেজে ধর্মশিক্ষক ও সহকারী শিক্ষক,
৯. ইসলামিক ফাউন্ডেশনে অনুবাদক, মুহাদ্দিস ও মুফাসসির পদ।
এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, কোম্পানী ও আরবদেশীয় এনজিওগুলোতে কাজ করার সুযোগ হবে কওমি শিক্ষার্থীদের। দেশের নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যাকে অশিক্ষিতের কাতারে দেশ এগিয়ে নেয়া যায় না- বিষয়টি উপলব্ধি করে হোক অথবা ক্ষমতার রাজনীতিতে টিকে থাকার জন্য হোক, যে উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নিক আওয়ামী লীগ, আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।