বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৬:৪৮
Home / কওমি অঙ্গন / কওমি সনদের পুর্ণ স্বীকৃতি আসলে যা হবে …

কওমি সনদের পুর্ণ স্বীকৃতি আসলে যা হবে …

জুলফিকার মাহমুদী:

সম্ভাব্য যেসব পদে দাওরায়ে হাদীস পাশ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তার তালিকা দেয়া হলো :
১. সরকারি মসজিদের ইমাম-খতীব,
২. সরকারি মাদরাসার আরবি প্রভাষক, মুহাদ্দিস,
৩. সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা বিভাগের সহকারী শিক্ষক, অধ্যাপক ও চেয়ারম্যান,
৪. ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী শিক্ষক, অধ্যাপক, বিভাগীয় চেয়ারম্যান,
৫. ধর্মমন্ত্রণালয়ে সচিব,
৬. আরব দেশসমূহের দূতাবাসে ডেলিগেশন লিয়াঁজো অফিসার,
৭. বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক ও ইমাম,
৮. স্কুল-কলেজে ধর্মশিক্ষক ও সহকারী শিক্ষক,
৯. ইসলামিক ফাউন্ডেশনে অনুবাদক, মুহাদ্দিস ও মুফাসসির পদ।
এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, কোম্পানী ও আরবদেশীয় এনজিওগুলোতে কাজ করার সুযোগ হবে কওমি শিক্ষার্থীদের। দেশের নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যাকে অশিক্ষিতের কাতারে দেশ এগিয়ে নেয়া যায় না- বিষয়টি উপলব্ধি করে হোক অথবা ক্ষমতার রাজনীতিতে টিকে থাকার জন্য হোক, যে উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নিক আওয়ামী লীগ, আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...