মাওলানা লাবীব আব্দুল্লাহ : আমাদের তালেবে ইলমরা আকাবিরের চিন্তা চেতনা থেকে দূরে সরে যাচ্ছে৷ অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠাতাদের নামও জানে না৷ আকাবিরের দীনি খেদমতের কথাও জানে না৷ আমাদের পাঠ্য কিতাবে আমাদের আকাবিরে কেরামের জীবনীও নেই৷ কয়েক জনের জীবনী আছে তাও সাহিত্য মানে উত্তীর্ণ না৷
আমাদের পাঠ্য কিতাবে পৃথিবী সেরা প্রতিষ্ঠানের কোনো ইতিহাসও নেই৷ আমাদের তালেবে ইলমরা ঐতিহ্য সচেতন না৷ নিজেদের আইডল ও মডেল খুঁজে পায় না৷
কওমী মাদরাসার কিতাবগুলোতে দশজন আলেমের জীবনও পড়ানো হয় না৷ এটি একটি শূন্যতা কওমী সিলেবাসে৷
প্রস্তাবনা :
* প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণিতে আমাদের আকাবিরে কেরামের জীবনী পাঠ্যভুক্ত করা হোক৷
* পাঠ্য উপযোগী একটি জীবনী সংকলন করা হোক যার ভাষা হবে সহজ সাবলীল৷
* বইটি রচনা হতে পারে সম্মিলিত উদ্যোগে৷ স্কুলের পাঠ্য বই যে পদ্ধতিতে রচিত হয় তা সামনে থাকলে ভালো৷
আমাদের সকল বোর্ডে জীবনী বইটি পাঠ্যভুক্ত করা যেতে পারে৷
* আমাদের মাদরাসার ভবনগুলোর নামকরণ করা হোক আকাবিরে কেরামের নামে৷