এহসান বিন মুজাহির :: শরতের শেষ প্রহর থেকেই বাতাসে মৃদু গুঞ্জন তোলে হেমন্তের রৌদ্রাঙ্কিত মোহনীয় প্রতিচ্ছবির নিবিড় তরঙ্গ। এভাবেই প্রকৃতি হেমন্তের গহন উপস্থিতি পরিলক্ষিত হয়, হয় অনুভূত। গ্রামের কৃষাণ-কৃষাণীরা হেমন্তকে এখন স্বাগত জানাতে প্রস্তুত। হেমন্তকে তাঁরা বরণ করে নিতে উদগ্রীব। রৌদ্রৌজ্জ্বল আভায় আলোকিত প্রকৃতি মানেই হেমন্ত। সারা বাংলার সবুজ শ্যামল প্রতিকৃতিতে ...
বিস্তারিত