যে আলেম আল্লাহওয়ালা, তিনি জগতের সূর্য, কল্যাণ ও সফলতার তিনি এক তূর্য। দুনিয়া তো তার পিছু পিছু ছুটে, কিন্তু তার হৃদয়ে সীমাহীন জগতের কামনা ফুটে। উলামায়ে রব্বানী বাহারী জীবনের লিপ্সা করেন না, খানা-দানা, পোশাক-আশাক চাকচিক্যের ইপ্সা করেন না। এই সব ব্যাপার তাদের কাছে মূখ্য নয়, জমকালো জীবনযাত্রার প্রতি তাদের উৎসুক্য ...
বিস্তারিত