ইলিয়াস মশহুদ :: সৃষ্টি যন্ত্রণার রক্তচিহৃও একদিন মুছে যায়, যা কিনা নাড়ি ছেঁড়া যন্ত্রণা! বন্ধুত্ব, ভালোবাসা ও স্নেহের বিচ্ছেদে ভাষা রুদ্ধ, চোখ টলমলে। তখন নোনাজলই একমাত্র ভরসা। তবুও কালের আবর্তে সূর্যোদয় ও তার অস্ত; এ যে নিয়তিরই পরম খেলা! অতএব, সাবধান!! সময়ের আবর্তে ঘুরপাক খাচ্চি আমি ও আমরা। হারিয়ে যাচ্ছি ...
বিস্তারিত