হুসাইন মুহাম্মদ ফাহিম হয়তো ঝরে যাবো বসন্ত আসবার আগে, চলে যাবো ফেরদৌসের নীরব ঈশারায় বায়োস্কোপে জমা রেখে চোখ। তখন কোথাও কোথাও বৃষ্টি হবে? কুয়াশার ক্যানভাস ছিঁড়ে ক’ফোটা আলো কিংবা শিশিরস্নাত লাবন্য! কোথাও কি ভেঙে যাবে- স্বগতোক্তির মতো বিদ্রুপ কোলাহল, থেমে যাবে- দিগন্তছেঁড়া ন্যাকামীর উম্মাদনা! মানুষের নকল হলে আমাকে ডাকছে পূর্বসূরীর ...
বিস্তারিত