কমাশিসা ডেস্ক :: বায়োমেট্রিক বা আঙুলের ছাপ নিয়ে মোবাইল সিম নিবন্ধন ইস্যুতে শুরু হয়েছে অন্যরকম এক লড়াই। চলছে পাল্টা-পাল্টি। প্রচার-অপ্রচার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অপারেটরদের কাছে গ্রাহকদের দেয়া আঙুলের ছাপ সম্পূর্ণ নিরাপদ। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে অনেকে বিষয়টি সম্পূর্ণ নিরাপদ নয় দাবি করছেন অনেকে। বলা হচ্ছে, মোবাইল ...
বিস্তারিতবায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন : যুগান্তকারী না আত্মঘাতি সিদ্ধান্ত?
ইলিয়াস মশহুদ :: “বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কোম্পানীর কাছে ফিঙ্গারপ্রিন্ট জমা দিয়ে সিম আমি ইউজ করবো না প্রয়োজনে নাম্বার বন্ধ হয়ে যাক। আমি বিশ্বাস করি, এটা চরম পর্যায়ের আত্মঘাতি একটা সিদ্ধান্ত।” আমার এক বন্ধু তার ফেসবুক ওয়ালে এন ক্ষোভাত্মক স্টাটাস দিয়েছে। এরপর আমি নিজেও অনেক চিন্তা-ভাবনার যা বুঝলাম, তাতে আমি রীতিমত ...
বিস্তারিত