শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাক্বী উসমানীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আহলে ইলমের কাছে তা বাহুল্য ছাড়া আর কিছু নয়। খ্যাতিমান এ আলেমেদ্বীন অর্ধশতাব্দীরও বেশি কাল ধরে দ্বীনী ইলমের বিভিন্ন শাখায় বহুমাত্রিক অবদান রেখে চলেছেন। হাদীস শাস্ত্রে মুসলিম শরীফের ভাষ্যগ্রন্থ ‘তাকমিলায়ে ফাতহুল মুলহিম’ তাঁর অমর কীর্তি। ও.আই.সি’র অঙ্গসংস্থা ...
বিস্তারিত